০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

‘মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানইউ’

সংবাদমাধ্যমগুলোর মতে, মেসিকে কেনার দৌড়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাই বলে অন্য ক্লাবগুলোও বসে নেই। চেষ্টা করছে নিজেদের মতো করে। এবার সে তালিকায় বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

বার্সার সঙ্গে মেসির সুসম্পর্ক থাকতেও তাঁর ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উঠেছে। যদিও সেসব গুঞ্জনই থেকে গেছে। মেসি বার্সা ছাড়তে চাওয়ার পরও একবার ইউনাইটেডের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু ম্যানচেস্টারের ‘নীল’ শিবিরের দৌরাত্ম্যে তা চাপা পড়ে যায়। তবে ইউনাইটেড ঘিরে নতুন খবর জানিয়েছেন বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি। তাঁর টুইট, ‘মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

অর্থাৎ মেসিকে ঘিরে দলবদলের যে গুঞ্জন উঠেছে সেখানে যোগ দিয়েছে ইউনাইটেড। সুযোগটা তারাও নিতে চায়। মেসির রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো হলেও ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন তিনি। যেখানে তিনি উল্লেখ করেছেন কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টি নিষ্পত্তি করা হয়। ফিফার কাছে এ ছাড়পত্রের অনুমতি চাওয়ার মানে হলো, এ প্রক্রিয়ায় বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবেন।

এদিকে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কিন্তু মেসিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ‘কাতালুনিয়া রেডিও’ জানিয়েছে, শান্তি স্থাপনে মেসির সঙ্গে জরুরি বৈঠক করতে চান বার্সা সভাপতি। তবে শুধু ইউনাইটেড নয় পিএসজিও মেসিকে কেনার দৌড়ে নেমেছে বলে টুইটে জানিয়েছেন সংবাদকর্মীরা। এ নিয়ে ত্রানকেদি পালমেরির টুইট, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ পালমেরি এ নিয়ে আরেকটি টুইট করেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

‘মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানইউ’

প্রকাশিত : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

সংবাদমাধ্যমগুলোর মতে, মেসিকে কেনার দৌড়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাই বলে অন্য ক্লাবগুলোও বসে নেই। চেষ্টা করছে নিজেদের মতো করে। এবার সে তালিকায় বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

বার্সার সঙ্গে মেসির সুসম্পর্ক থাকতেও তাঁর ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উঠেছে। যদিও সেসব গুঞ্জনই থেকে গেছে। মেসি বার্সা ছাড়তে চাওয়ার পরও একবার ইউনাইটেডের নাম উচ্চারিত হয়েছে। কিন্তু ম্যানচেস্টারের ‘নীল’ শিবিরের দৌরাত্ম্যে তা চাপা পড়ে যায়। তবে ইউনাইটেড ঘিরে নতুন খবর জানিয়েছেন বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি। তাঁর টুইট, ‘মেসির বাবার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

অর্থাৎ মেসিকে ঘিরে দলবদলের যে গুঞ্জন উঠেছে সেখানে যোগ দিয়েছে ইউনাইটেড। সুযোগটা তারাও নিতে চায়। মেসির রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো হলেও ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন তিনি। যেখানে তিনি উল্লেখ করেছেন কোনো ঝামেলা ছাড়াই যেন দ্রুত ক্লাব ছাড়ার বিষয়টি নিষ্পত্তি করা হয়। ফিফার কাছে এ ছাড়পত্রের অনুমতি চাওয়ার মানে হলো, এ প্রক্রিয়ায় বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবেন।

এদিকে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কিন্তু মেসিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ‘কাতালুনিয়া রেডিও’ জানিয়েছে, শান্তি স্থাপনে মেসির সঙ্গে জরুরি বৈঠক করতে চান বার্সা সভাপতি। তবে শুধু ইউনাইটেড নয় পিএসজিও মেসিকে কেনার দৌড়ে নেমেছে বলে টুইটে জানিয়েছেন সংবাদকর্মীরা। এ নিয়ে ত্রানকেদি পালমেরির টুইট, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ পালমেরি এ নিয়ে আরেকটি টুইট করেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর