তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০৬ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন ধীরাজ কুমার নাথ।
এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব অবস্থায় ২০০৩ সালে দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকুরি থেকে অবসরে যান তিনি।






















