এতদিন শোনা গেছে, নেইমার নিজেই চান না পিএসজিতে। যে কোনো মূল্যে হোক তিনি চেয়েছিলেন, আবারও বার্সায় গিয়ে যোগ দিতে। কিন্তু হঠাৎ করে বার্সার পরিবেশ বদলে যাওয়ায় সিদ্ধান্তও বদলে ফেলছেন নেইমার। তিনি এখন আর বার্সায় যেতে চান না। বরং, থেকে যাবেন পিএসজিতেই। শুধু তাই নয়, নিজের বর্তমান ক্লাবের সঙ্গে সম্পর্কটাকেও মজবুত করে নিতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
মূলতঃ ইতিহাসে প্রথমবারের মত পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে আনার পরই আত্মবিশ্বাস বেড়ে গেছে নেইমারের। বায়ার্নের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারালেও নেইমারের বিশ্বাস, সামনের যে কোনো মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন তিনি এবং এ জন্যই ফরাসি ক্লাবটিতে থেকে যাওয়াটা মনস্থির করে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার নিজেই বললেন, ‘আমার একমাত্র লক্ষ্য পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো।’ পিএসজির অফিসিয়াল ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার জানান, ক্লাবটির ইতিহাসের সঙ্গে নিজের নামকে জড়িয়ে নিতে চান তিনি। নেইমার বলেন, ‘এটা সত্য, আমার এই অভিলাসটি রয়েছে যে, পিএসজির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সঙ্গে আমার নামটি জড়িয়ে নেবো এবং ইতিহাসে লেখা হয়ে যাবে সেই নাম।’
এরপরই নিজের একমাত্র ইচ্ছার কথা জানান নেইমার, ‘আমার এখন একমাত্র লক্ষ্যই হচ্ছে, এই সতীর্থদের নিয়েই আমি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেবো। ব্যক্তিগত সাফল্য নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কিন্তু সেই দলটির একজন হতে চাই। পিএসজিতে নাম লেখানোর প্রথম দিন থেকেই কিন্তু আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করছি। গত গ্রীষ্মেও আমি খুব একটি কঠিন সময় কাটিয়েছি। কিন্তু আমি কোনো কিছু ছেড়ে দিইনি।’
মাঠের সাফল্যের দিকেই এখন নজর নেইমারের। তিনি বলেন, ‘আমি পরিস্থিতি সম্পর্কে জানি। যা মাঠে ফিরতে গেলে আমার জন্য অপেক্ষা করছে। সবকিছুর ওপর কিন্তু আমি নিজের সেরাটা মাঠে ঢেলে দিতে প্রস্তুত রয়েছি। এরপর থেকেই ভালো কিছু আসতে শুরু করেছে।’
এবারের চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই কিন্তু পিএসজি ফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল। নেইমার বলেন, ‘আমি পিএসজিতে আসার পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ২বার বিদায় নিয়েছি। তবে আমি বিশ্বাস করি একটি বড় ক্লাবে পরিণত হওয়ার পথে এটা একটা অংশ। এগুলো আপনাকে পাড়ি দিতেই হবে। সাফল্য কখনোই একদিনে আসে না। আমার বিশ্বাস, এই যে বাদ পড়া, এই যে হতাশা এবং অনেকগুলো ভুল- সবকিছু থেকে আমরা শিখেছি এবং দল হিসেবে আরও শক্তিশালী হয়েছি। এখন আমরা বলতে পারি যে, পিএসজি শক্তিশালী ক্লাব। আমরা এখন একটা লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয় করা।’
পরক্ষণে নেইমার বলেন, ‘যদি কারো পিএসজি সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ক্লাবটি শক্তিশালী কি না, তাহলে তাদের সেই সন্দেহ লিসবনেই (পর্তুগালের রাজধানী, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে) মৃত্যুবরণ করেছে।’
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























