যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এসময় অন্তত ২০ জন আহত হন। শনিবার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার আমিরগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ফেনী-লক্ষ্মীপুর-রায়পুর সড়কের আমিরগাঁওয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অন্তত ২০ জন আহত হন।
দাগনভূঞা থানার পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।




















