নরসিংদীর সদর উপজেলায় মোটরসাইকেল খাদে পড়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাধবদী থানার ওসি ইলিয়াস বলেন, সকালে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে মেঘনা বাজার থেকে মাধবদীর দিকে যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি জানান, পরে স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।




















