কুমিল্লা সদর উপজেলার আলেখারচর আমতলী গোমতী নদীর পাড়ে পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে আবু তাহের (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় পুলিশ আরো এক ডাকাতকে আটক করেছে। শনিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, নিহত আবু তাহের কুমিল্লার সংরাইশের আবুল খায়েরের ছেলে। তিনি ডাকাত তাহের বাহিনীর প্রধান। আবু তাহের গত বছর নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড়ে ইপিজেড ম্যাক্স কোম্পানির ৪০ লাখ টাকা ছিনতাই ঘটনার মূল নায়ক।
পুলিশ জানায়, গোমতি নদীরপাড় এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। এসময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তাহের গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




















