০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আসছে নতুন ওয়েব ‘সিরিজ ঢাকা ‌‌১২০৯’

ঢাকা শহরের রোজকার জিবনের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ঢাকা ১২০৯। নগর জীবনের বিচিত্র ঘটনা চিত্রায়িত হয়েছে এই সিরিজে। রয়েছে নির্মাণের নান্দনিকতার সাথে নির্মল বিনোদন।

বিশিষ্ট নাট্য নির্মাতা এবং প্রযোজক মাবরুর রশিদ বান্নাহর প্রযোজনায় আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে আগামী ৫ সেপ্টেম্বর, আসছে ঢাকা ১২০৯।

ঢাকা ১২০৯ পরিচালনা করেছেন তরুন নির্মাতা তৌহিদ আশরাফ। চিত্র ধারণ করেছেন ইমরুল হাসান, সম্পাদনায় ছিলেন শামিম রহমান।

এই ওয়েব সিরিজে বিশেষ ভাবে কারো গল্প বলা হয়নি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র গল্পে মুখ্য হয়ে উঠেছে।

ঢাকা ১২০৯ এ অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, এফ এইচ শান, মাইম অভিনেতা শাহ পরাণ শুভ্র, লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির, চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ সরোয়ার নিলয়, সাগর হুদা, রত্না খান, মিনাক্ষী র‍য়, লিয়োনা লুবিয়ানা, স্মৃতি রানী দেবী সহ অনেক তরুণ অভিনয় শিল্পী।

নতুন গল্প নতুন অভিনয় শিল্পীদের নিয়ে কিছুটা ঝুঁকি মাথায় রেখেই কাজটি শুরু করতে হয়েছিল। তবে পোস্টার এবং ট্রেলার প্রকাশ হবার পর দর্শকের মন্তব্য দেখে ধারণা করা যায় নতুনভাবে কিছু করার এই প্রয়াস দর্শক স্বাচ্ছন্দ্যে গ্রহন করছেন।

বিজনেস বাংলাদেশ/এসএম

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

আসছে নতুন ওয়েব ‘সিরিজ ঢাকা ‌‌১২০৯’

প্রকাশিত : ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

ঢাকা শহরের রোজকার জিবনের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ঢাকা ১২০৯। নগর জীবনের বিচিত্র ঘটনা চিত্রায়িত হয়েছে এই সিরিজে। রয়েছে নির্মাণের নান্দনিকতার সাথে নির্মল বিনোদন।

বিশিষ্ট নাট্য নির্মাতা এবং প্রযোজক মাবরুর রশিদ বান্নাহর প্রযোজনায় আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে আগামী ৫ সেপ্টেম্বর, আসছে ঢাকা ১২০৯।

ঢাকা ১২০৯ পরিচালনা করেছেন তরুন নির্মাতা তৌহিদ আশরাফ। চিত্র ধারণ করেছেন ইমরুল হাসান, সম্পাদনায় ছিলেন শামিম রহমান।

এই ওয়েব সিরিজে বিশেষ ভাবে কারো গল্প বলা হয়নি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র গল্পে মুখ্য হয়ে উঠেছে।

ঢাকা ১২০৯ এ অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, এফ এইচ শান, মাইম অভিনেতা শাহ পরাণ শুভ্র, লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির, চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ সরোয়ার নিলয়, সাগর হুদা, রত্না খান, মিনাক্ষী র‍য়, লিয়োনা লুবিয়ানা, স্মৃতি রানী দেবী সহ অনেক তরুণ অভিনয় শিল্পী।

নতুন গল্প নতুন অভিনয় শিল্পীদের নিয়ে কিছুটা ঝুঁকি মাথায় রেখেই কাজটি শুরু করতে হয়েছিল। তবে পোস্টার এবং ট্রেলার প্রকাশ হবার পর দর্শকের মন্তব্য দেখে ধারণা করা যায় নতুনভাবে কিছু করার এই প্রয়াস দর্শক স্বাচ্ছন্দ্যে গ্রহন করছেন।

বিজনেস বাংলাদেশ/এসএম