তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের হয়ে প্রথপম ম্যাচটা ভালোই হয়েছিল তার। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পাচঁ উইকেট নিয়ে জানান দিয়েছিলেন ভবিষ্যতে ভালো কিছু করার ক্ষমতা রাখেন তিনি। তার মধ্যে অনেকেই দেখতে পান মাশরাফি বিন মুর্তজার ছায়া।
ক্যারিয়ারের শুরুতে অসাধারণ কিছু সাফল্য এনে দিয়ে সবার দৃষ্টি কেড়েছিলেন এই ডানহাতি পেসার।সম্প্রতি খুব ভালো যাচ্ছেনা তার। অপ ফর্মে আছেন অনেক দিন যাবৎ।বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।তাই আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি তাকে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘গত কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি বলেই এই সিরিজের দলে রাখা হয়নি তাসকিনকে।’
নান্নু আরো বলেন, ‘তাসকিনের পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। বিশেষ করে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রত্যাশিত ফর্ম ছিল না তাঁর। সেই হিসেবে আমরা মনে করি, এখন ওর ঘরোয়া ক্রিকেটে খেলা প্রয়োজন। বিশেষ করে লংগার ভার্সন ক্রিকেটে তাঁর খেলা উচিত। আর এ কারণেই তাঁকে বিরতি দেওয়া হয়েছে।’
আসলেও তাই, গত দক্ষিণ আফ্রিকা সফরে তাসকিনের পাফরম্যান্স ছিল একেবারেই বাজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র দুটি উইকেট নিয়েছিলেন। যে কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়নি এই তরুণ পেসারকে। তার সঙ্গে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার, উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস ও পেসার শফিউল ইসলাম।


























