ব্রাজিলের অনেক তারকাই বার্সেলোনার জার্সিতে খেলেছিল। তালিকাতে এখন যোগ হয়েছে কোতিনহোর নামটিও। বার্সা তাদের ওয়েব সাইটে কোতিনহোর একটি জার্সির ছবি প্রকাশ করেছে। তাতে অবশ্য কোন নম্বর নেই। যুক্তারাষ্ট থেকে প্রকাশিত মেট্টো পত্রিকা স্প্যানিশ রেডিও ‘স্টেশন ওন্ডা সিরো’ এর বরাত দিয়ে জানিয়েছে, কোতিনহো সাত নাম্বার জার্সি পেতে পারে। বর্তমানে সাত নাম্বার জার্সি তুরিন এর দখলে রয়েছে।
ধারণা করা হচ্ছে তুরান এবার নূ-ক্যাম্প ছাড়তে পারেন আর তা হলে তার জার্সিটি পাবেন কৌতিনহো। এবার দেখার পালা তুর্কি তারকা তুরান বার্সা ছাড়েন কি না ? ডেইলি মিরর বলছে ,‘এভারটনের সাথে তার কথা চলছে।’
এই সাত নম্বর জার্সিটি না পেলে তার জন্য রয়েছে ১৪ নম্বর জার্সি। যাতে এক সময় খেলতো নেদারল্যান্ডের তারকা খেলোয়াড় জোহান ক্রুইফ।
বর্তমানে জাভিয়ার মাসচেরানো খেলে থাকেন। এটা নির্ভর করছে তার চায়নাতে যাওয়ার উপর। কোতিনহো জাতীয় দলে ১১ নম্বর জার্সি পরে থাকেন সেটাও পাবেননা দেমবেলের জন্য।
এখন দেখা যাক শেষ পর্যন্ত কত নম্বর জার্সিতে বার্সায় দেখ যায় ব্রাজিলিরে তারকাকে।


























