১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শচীন কন্যাকে উত্যক্ত!

ক্রিকেটের বরপুত্র ও ভারতের সাবেক লিটল মাষ্টার শচীন টেন্ডুলকার। তার মেয়েকেই করা হল উত্যক্ত! হ্যা, অবাক করার মত হলেও ঘটনা সত্য।

তার মেয়ে সারাকে উত্যক্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্যের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, পূর্ব মেদিনীপুরের দেবকুমার মাইতি নামে ৩২ বছর বয়স্ক এই ব্যক্তি কোনো উপায়ে শচীন টেন্ডুলকারের বাড়ি ও অফিসের ফোন নম্বর যোগাড় করেন এবং বার বার ফোন করতে থাকেন।

পুলিশকে উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, গত ২ জানুয়ারি মাইতি অন্তত ২০ বার শচীনরে বাড়িতে ফোন করেন। তিনি শচীন কন্যা সারা টেন্ডুলকারের সাথে কথা বলতে চান, তাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং তা না হলে অপহরণ করারও হুমকি দেন বলে রিপোর্টে বলা হয়।

এরপর বান্দ্রা থানায় এক মামলা করেন শচীন টেন্ডুলকার। পুলিশ অনুসন্ধান করে মেদিনীপুরে মাইতির অবস্থান চিহ্নিত করে, পরে তাকে গ্রেফতার করে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির করার পর মাইতি দাবি করেন, শচীন টেন্ডুলকার তার ‌‌‘শ্বশুর’। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মাইতি দাবি করেন তিনি একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ‘প্রথম দর্শনেই সারার প্রেমে পড়েন’।

মাইতির পরিবার বলছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় আক্রান্ত। কিভাবে মাইতি কিভাবে শচীন টেন্ডুলকারের বাড়ির ফোন নম্বর পেলেন, পুলিশ এখন তার তদন্ত করছে।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

শচীন কন্যাকে উত্যক্ত!

প্রকাশিত : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

ক্রিকেটের বরপুত্র ও ভারতের সাবেক লিটল মাষ্টার শচীন টেন্ডুলকার। তার মেয়েকেই করা হল উত্যক্ত! হ্যা, অবাক করার মত হলেও ঘটনা সত্য।

তার মেয়ে সারাকে উত্যক্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্যের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, পূর্ব মেদিনীপুরের দেবকুমার মাইতি নামে ৩২ বছর বয়স্ক এই ব্যক্তি কোনো উপায়ে শচীন টেন্ডুলকারের বাড়ি ও অফিসের ফোন নম্বর যোগাড় করেন এবং বার বার ফোন করতে থাকেন।

পুলিশকে উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, গত ২ জানুয়ারি মাইতি অন্তত ২০ বার শচীনরে বাড়িতে ফোন করেন। তিনি শচীন কন্যা সারা টেন্ডুলকারের সাথে কথা বলতে চান, তাকে বিয়ে করার প্রস্তাব দেন এবং তা না হলে অপহরণ করারও হুমকি দেন বলে রিপোর্টে বলা হয়।

এরপর বান্দ্রা থানায় এক মামলা করেন শচীন টেন্ডুলকার। পুলিশ অনুসন্ধান করে মেদিনীপুরে মাইতির অবস্থান চিহ্নিত করে, পরে তাকে গ্রেফতার করে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির করার পর মাইতি দাবি করেন, শচীন টেন্ডুলকার তার ‌‌‘শ্বশুর’। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মাইতি দাবি করেন তিনি একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ‘প্রথম দর্শনেই সারার প্রেমে পড়েন’।

মাইতির পরিবার বলছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় আক্রান্ত। কিভাবে মাইতি কিভাবে শচীন টেন্ডুলকারের বাড়ির ফোন নম্বর পেলেন, পুলিশ এখন তার তদন্ত করছে।