করোনাকালে যারা আবারও ঘোরাঘুরি করতে আগ্রহী হয়ে উঠেছেন তারা ভ্রমণের তালিকায় ইতালির রোমকে রাখতে পারেন। কারণ এখানকার ‘ফিয়ামিকিনো বিমানবন্দর’ আন্তর্জাতিক বিমানবন্দর রেটিংকারী স্কাইট্রাক্স সংস্থার বিবেচনায় বিশ্বের প্রথম কোভিড বিরোধী পাঁচ তারকা পুরস্কারে ভূষিত হয়েছে।
যদিও স্কাইট্রাক্স বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে বার্ষিক র্যাঙ্কিংয়ের জন্য সর্বাধিক পরিচিত, তবে বৈশ্বিক কোভিড -১৯ সংকট পরিস্থিতিতে সংস্থাটি বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোন বিমানবন্দর কতটা এগিয়ে সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
স্কাইট্রাক্সের প্রকাশিত তথ্য অনুসারে, সংস্থাটি পদ্ধতিগত দক্ষতা পরীক্ষা, দৃশ্যমান পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং এটিপি নমুনা পরীক্ষার সংমিশ্রণের এর ওপর ভিত্তি করে রেটিংটি করেছে।
লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত ফিয়ামিকিনো বিমানবন্দর (এফসিও) হ’লো ইতালির ব্যস্ততম বিমানবন্দর।
গত ১ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরটিতে ৭ হাজার বর্গফুট এলাকাজুড়ে কোভিড পরীক্ষার কেন্দ্র চালু করা হয়। এতে রেডক্রসও সহ ভূমিকায় ছিল।
যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের ( এফসিওর) পর্যালোচনায়, স্কাইট্রাক্স পাঁচ তারকা পুরষ্কারের ক্ষেত্রে শুধু দ্রুত নমুনা পরীক্ষাই অন্তুর্ভুক্ত করেনি, একাধিক ভাষায় সহজেই পড়ার জন্য সতর্কবার্তা, মাস্ক ব্যবহারের কঠোর প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর উপস্থিতি এবং সহজে ট্র্যাকিংয়ের জন্য এক টার্মিনালে আগত এবং বহির্গামী সব ফ্লাইট একীকরণের বিষয়টিও বিবেচনায় এনেছে।
স্কাইট্রাক্সের প্রধান কার্যালয় যুক্তরাজ্যে অবস্থিত। এখন পর্যন্ত এ সংস্থাটি অবশ্য কেবল ইউরোপীয় বিমানবন্দরগুলি পর্যবেক্ষণ করতে পেরেছে।
পাঁচতারা র্যাঙ্কিংয়ের পাশাপাশি আরও তিনটি বিমানবন্দর কোভিড বিরোধী তিনটি তারকা হিসেবে বিবেচিত হয়েছে। এগুলো হচ্ছে- স্পেনের মালাগা-কোস্টা ডেল সল বিমানবন্দর (এজিপি), ফ্রান্সের নাইস কোস্ট ডি আজুর বিমানবন্দর (এনসিই) এবং লন্ডনের হিথ্রো ( এলএইচআর)।
স্কাইট্রাক্স রেটিং সিস্টেম অনুসারে, পাঁচ তারা বিমানবন্দর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের পদ্ধতি খুব উচ্চমানের হয়। চার তারা হলে ‘ভালো’ এবং তিন তারা হলে গড়পত্তা মানের।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত