ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাঁপাতী পাইক পাড়া গ্রামের চিহারুর কন্যা (১২) কে জোর করে ধর্ষনের চেষ্টা করে। স্বরজমিনে গিয়ে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় চিহারুর কন্যা পার্শ্ববর্তী পুকুরে মাছ আনতে যাওয়ার সময় পথিমধ্য একই গ্রামের মাজ্জেদ আলীর পুত্র শামীম হোসেন (২৬) দিন মজুর জহিরুলের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করলে তার মাথায় বাতা দিয়ে বাড়ি দিলে মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে শামীম একজন নভা হত্যা মামলার ১নং আসামী। তিনি এলাকায় প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসিতেছে। আরও জানা যায়, তিনি এলাকায় বেপরোয়া ভাবে চলাফেরা করে এবং মেয়েদের উত্তোক্ত করে প্রায়ঃ। সাংবাদিকদের মুঠোফোনে একই গ্রামের মিজানুর রহমান জানান শামীম এলাকার বিভিন্ন মেয়েদের নির্যাতন করে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেন না, কারণ তিনি একজন দূর্দান্ত প্রকৃতির লোক। রুহিয়া থানায় তার বিরুদ্দে ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়, মামলা নং০৬। রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আসামীকে ধরার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















