রংপুরের মিঠামইন উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন। উপজেলার বন্দীপুকুর এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুরগামী বসুন্ধরা পরিবহনের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০জন আহত হয়। এসময় বাস ও ট্রাকের সামনে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। তাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কন্ট্রোল রুমের উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম।




















