আফগানিস্তানে যখন সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে, তখনই আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষও চলচে বৃহস্পতিবার তালেবান ও নিরাপত্তা সদস্যদের মধ্যে লড়াইয়ে ৩০ তালেবান ও ১৯ নিাপত্তা সদস্যের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর এএফপির।
নানগারহার প্রদেশের মুখপাত্র আয়াতুল্লাহ খোগানি জানিয়েছেন, প্রদেশের তিনটি জেলায় তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনী ও সরকার সমর্থিত বাহিনীর বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার চালানোর মাধ্যমে বৃহস্পতিবার এই সংঘর্ষের শুরু। এরপর রাতব্যাপী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
তিনি বলেন, হেসারাকে সংঘর্সে ১১ আফগান সেনা নিহত হয়। খোগিয়ানি জেলায় আরেকটি সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন। সংঘর্ষে নিহত তালেবানের সংখ্যা ৩০।
তালেবানের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ বলেন, আমরা তাদের ওপর হামলা চালাইনি। জঙ্গিরাই কেবল হামলা চালিয়ে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে।
এমন সময় এই সংঘাত হলো যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান টানতে তালেবানের সঙ্গে দেশটির সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।
তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি চুক্তির ফলস্বরূপ এই আলোচনা চলছে । এই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে।
আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমায়ে খলিলজাদ বলেছেন, এই আলোচনায় দেশে যুদ্ধের সমাপ্তির আশা বাড়ানো হলেও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি এটাকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনীতির নতুন পর্ব হিসেবে উল্লেখ করেন।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত