জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের আনন আহমেদ নামে এক শিক্ষার্থীকে মধ্যরাতে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
সোমবার রাত ১২টার দিকে পুরান ঢাকার তাঁতি বাজার মোড়ে এ ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার নিকটস্থ ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বাসায় ফেরার পথে তাঁতি বাজার মোড়ে ৫-৭ জন তার উপর হামলা চালায়।এরমধ্যে দুজনকে তিনি চিনেছেন, একজন চৌধুরী শাকিল অন্যজন অভিজিৎ।দুজনই ১২তম ব্যাচ তার নিজ বিভাগ মার্কেটিংয়ের শিক্ষার্থী। এবং দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরীকুল ইসলামের কর্মী।
উল্লেখ্য, তানভীর চৌধুরী শকিলকে সম্প্রতি সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।শাকিলের বিরুদ্ধে ক্যাম্পাসে মারামারি, মোবাইল ছিন্তাই ও রোহিঙ্গাদের টাকা ভাগাভািগর অভিযোগ রয়েছে। ক্যাম্পাসের ত্রাস এই শাকিলকে সবাই মশাল শাকিল নামে চিনে।
তবে অভিজিতের সাথে যোগাযোগ করা হলে সে গত দুদিন ঢাকা ক্যান্টনমেন্টে ছিলো বলে দাবি করে। এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে।
এ ব্যাপারে জান্তে চাইলে, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এমন কিছু এখনো শুনিনি তবে খোজ নিয়ে দেখছি।
জবি ছাত্রলীগের সভাপতি তরীকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাকে কেন ফোন করেছেন? কে কি করলো সেটার জন্য কি আমাকে ফোন করতে হবে! এভাবে তিনি প্রতিবেদককে বিব্রত করার চেষ্টা করেন।পরবর্তীতে, যাদের নাম এসেছে তাদেরকে তার কর্মী বলে অস্বীকার করেন।
এ ব্যাপারে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ফোনে পাওয়া যায়নি।


























