অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার জন্য সাকিবের পরে ডাক পান দুজন। তবে এই দুজন পুরুষ দলের কেউ নন। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ ও স্পিনার খাদিজাতুল কুবরা। তারা খেলবেন অস্ট্রেলিয়ার মাঠে।
রুমানাকে দলে নিয়েছে ব্রিজবেন হিট। আর খাদিজা খেলবেন মেলবোর্ন স্টারসের হয়ে। খাদিজাতুল কুবরা এমন সুযোগ পেয়ে বেজায় খুশি রুমানা, ‘বিগ ব্যাশ অনেক বড় টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়ে ভীষণ ভাল লাগছে। আশা ছিল যেভাবে আগাচ্ছি ওখানে সুযোগ পাব।’
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
অপরদিকে খাদিজাতুল কুবরা অস্ট্রেলিয়া যাবেন ১৬ জানুয়ারি।
বেশ কয়েকদিন ভিসার জন্য দৌড়ঝাঁপ করে কাটিয়েছেন রুমানা। ভিসা পাওয়ার পর মঙ্গলবার হাতে পেয়েছেন অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিটও। স্বপ্ন পূরণের পথে হাঁটতে থাকা রুমানা এমন সুযোগের উচ্ছ্বাসটা লুকালেন না, ‘অনেক প্রতীক্ষার পর টিকিটটা হাতে পেলাম। অনেক ভাল লাগছে। আমার আগে থেকেই স্বপ্ন ছিল, অস্ট্রেলিয়ায় কবে খেলতে যাব। তবে আমার পুরো টিম নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরও নিজের যোগ্যতা বলেন বা দলের পক্ষ থেকে বলেন, বিগব্যাশে খেলতে যাচ্ছি; ভেতর থেকেই আমি ভীষণ আনন্দিত।’
বিশেষ করে বিশ্বের শীর্ষ সব নারী ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে যেন মুখিয়ে আছেন রুমানা। ইচ্ছা যতটা পারা যায় অভিজ্ঞতা ঝুলিতে ভরা, ‘এটা তো অনেক বড় টুর্নামেন্ট। অনেক বড় বড় ক্রিকেটাররা খেলবেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আর বাংলাদেশি হিসেবে বাড়তি চ্যালেঞ্জ থাকবে, কারণ প্রথমবার যাচ্ছি। সুযোগ পেলে কাজে লাগাব।’


























