হাসান আরিফ সিমন।গ্রামের বাড়ি উত্তর বঙ্গের ঠাকুর গাঁও জেলায়। উচ্চ শিক্ষার প্রত্যয় নিয়ে ২০১৭-১৮ সেশনে ভর্তি হয়েছিলেন স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুমি আইন বিভাগে।ভর্তি যুদ্ধের গন্ডি পেরিয়ে ঢাকায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে সিমন যখন বিভোর, পুরো পরিবার যখন স্বপ্নো দেখছে সিমনকে নিয়ে, সিমন বিশ্ববিদ্যালয়ে পড়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সিমনও প্রস্তুতি নিতে শুরু করেছে বছরের প্রথমদিন, (১লা জানুয়ারী) প্রথম ক্লাস, নতুন শহর, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন নতুন বন্ধু, আরো কত কি! প্রায় সবকিছু গোছানোও শেষ। কিন্তু সিমনের ঢাকায় আসা হলোনা আর।নতুন বছরে নতুন বন্ধুদের সাথে স্বপ্নের জবিতে ক্লাস করা হলো না সিমনের।হ্যা, সিমনও গেছে নতুন এক জায়গায়। যেখানে আমাদের সবাইকেই যেতে হবে, হয়তো আগে কিংবা পরে। এক আকাশ স্বপ্ন দেখা একটি পরিবারকে কাঁদিয়ে, বাইক এক্সিডেন্টে গত ৩০ ডিসেম্বর নিথর হয়ে গেছে সিমন! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
ওপারে ভালো থাকুক সিমন।
০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
জবিতে ক্লাস করা হলো না সিমনের
-
নাজমুল, জবি প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
- 613
ট্যাগ :
জনপ্রিয়


























