মাগুরা শহরের হাজী সাহেব রোডে গতকাল রবিবার নির্মাণ কাজ করার সময় দেয়াল চাপা পড়ে রোমান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ শ্রমিক। নিহত রোমান মাগুরা সদর উপজেলার আলিধানী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান জানান, বেলা সাড়ে ১১ টার দিকে হাজী সাহেব রোডে রাস্তার ডান পাশে ড্রেন নির্মানের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় আকস্মিকভাবে ড্রেনের পার্শ্ববর্তি একটি বাড়ির দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়লে শ্রমিকরা আহত হয়। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে রোমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। এ সময় রমজান (৩০), শাকিল (২৭) ও রাসেল (২৬) নামে অপর তিন নির্মাণ শ্রমিক আহত হয়। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























