তামিম ইকবাল। দেশসেরা ওপেনার হলেও এখন কেবল বাংলাদেশেরই নয়, বরং পুরো বিশ্ব ক্রিকেটের একটি বড় নাম। ২০১৭ সালটা দারুণ কাটিয়েছেন তিনি। জাতীয় দল ছাড়াও পাকিস্তান সুপার লিগ এবং টি-১০ লিগে ভালো করেছেন। তাইতো এ ওপেনারের দিকে নজর পড়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। আইপিএলে গত দশ বছরেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি দলটি। তাই শিরোপা খরা কাটাতে এবার আঁটসাঁট বেধেই মাঠে নামতে চাইছে ফ্রাঞ্ছাইজিটি।
আর এবারের যাত্রায় টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে সঙ্গী করতে আগ্রহী তারা। এমনটাই খবর বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের।
ভারতীয় একটি ওয়েবসাইট জানিয়েছে, তামিমের বর্তমান পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই একাধিক ফ্রাঞ্চাইজি তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে ব্যক্তিগতভাবে প্রীতি তামিমকে তার দলে পেতে বেশ আগ্রহ দেখিয়েছে।
উল্লেখ্য, সাত বছর পর সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকেও রাখেনি তার পুরানো দল সানরাইজার্স হায়দরাবাদ। নতুন করে এরা কোন দলে যাবেন, যা জানা যাবে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠানের পর।


























