চট্টগ্রামের মেয়ে তিতান চৌধুরী। হতে চেয়েছিলেন দেশ সেরা গায়িকা। কিন্তু বন্ধুদের সাথে থিয়েটারে কাজ করতে গিয়ে অভিনয় দিয়ে নজর কাড়েন সকলের। আর নিজের মেধা গুণে হয়ে যান একজন মেধাবী অভিনেত্রী ও মডেল। বর্তমানে তিনি টিভি নাটক, সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে দারুণ ব্যস্ত। আর নতুন খবর হচ্ছে, এই চলতি বছর ২০২০ এ-ই তিনি পদার্পণ করলেন নতুন জীবনে। সম্প্রতি তিনি তার বর্তমান সময়ের ব্যস্ততা, নিজের ভাবনা আর নতুন দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বিজনেস বাংলাদেশের সাথে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন যাযাবর পলাশ
কেমন আছে?
তিতান চৌধুরী – এই মহামারীর সময়ে যতটুক ভালো থাকা যায়,আছি।
করোনাকালিন সময়টা কিভাবে কাটালেন বা কাটাচ্ছেন?
তিতান চৌধুরী – করোনা কালিন সময়টা বেশিরভাগই বাড়িতে সবার সাথে কাটিয়েছি।সাধারণত এইভাবে বাড়ির সবার সাথে বসে এই লম্বা সময় কাটানো হয়না।
অভিনয়ে আসার স্বপ্নটা দেখলেন কার অনুপ্রেরণায়?
তিতান চৌধুরী – কারো অনুপ্রেরণায় নয়। স্বপ্ন ও ছিল না। আসলে মঞ্চ করতে গিয়ে হঠাৎ করে মিডিয়ায় পদার্পন।
নাটক, সিনেমা আর মডেলিং, এই তিন সেক্টরেই তো আপনার পদচারণা। তো কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়?
তিতান চৌধুরী – নাটক এর জায়গাটা বরবর-ই একটা ভালোবাসার জায়গা। তাছাড়া বড় পর্দাটা তো সকলেরই একটা স্বপ্নের জায়গা থাকেই।
বর্তমানে কাজের ব্যস্ততা কি নিয়ে?
তিতান চৌধুরী – এই মুহুর্তে দুইটা সিরিয়াল চলছে। এবং নতুন কিছু কাজের কথা চলছে।
এ বছরই তো সংসার জীবনে পদার্পন করলেন, দাম্পত্য জীবন কেমন চলছে?
তিতান চৌধুরী – দাম্পত্য জীবন সবার আশির্বাদে ভালো কাটছে। সবার দোয়া চাই যেন ভালোই কাটে সারাজীবন।
অভিনয় জীবন আর সংসার জীবন, দুটোই তো আলাদা আলাদা পার্ট। একসাথে দু-দিক সামলে চলতে পারছেন তো?
তিতান চৌধুরী – আমার হাসবেন্ড খুব ই হেল্পফুল। তাই এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি। আর হবেও না বলেই বিশ্বাস।
একজন তারকা মডেল ও অভিনেত্রী হিসেবে আপনার ক্যারিয়ার নিয়ে আপনার স্বামীর অনুভূতি কেমন?
তিতান চৌধুরী – বাবা মা এর পর সে এখন সেই তো সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেই আমায়। একজন বন্ধুর মতো সবসময়ই উৎসাহ দিয়ে আমার পাশে থাকে সে।
অনেকেই তো আছেন বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন, এ বিষয়ে আপনার অভিমত কি? বা এ ধরনের কোন চিন্তা আছে নাকি?
তিতান চৌধুরী – সবারই একটা নিজেস্ব ভাবনা থাকে ক্যারিয়ার নিয়ে। বিয়ের পর ক্যারিয়ারটা নিয়ে কতদুর এগোতে পারবে সেটা একটা ব্যাপার কাজ করে কম বেশি সবার মধ্যে। সেটা যার যার নিজস্ব ব্যাপার। আমার আপাতত এই রকম কোন ভাবনা নেই। দেখা যাক কি হয়।
নতুন সিনেমায় কবে পাচ্ছি?
তিতান চৌধুরী – সিনেমার ক্ষেত্রে আমি সবসময়ই ভালো গল্পের প্রতি খুব দূর্বল। ভালো স্কিপ্ট হলেই পাবেন আশা করি। যেমন তেমন বা সস্তা গল্পের সিনেমায় অভিনয় করতে চাইনা।
একজন অভিনেত্রী হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন।
তিতান চৌধুরী – দর্শকদের যতটুক ভালোবাসা পেয়েছি সেটার কারণেই ভবিষ্যতে অভিনয় করার অনুপ্রেরণা পাচ্ছি। তাই দর্শকদের ভালোবাসাটা চাই সবসময়।
এবারের পূজো নিয়ে পরিকল্পনা কি?
তিতান চৌধুরী – এবারের পুজোতে শ্বশুরবাড়ি চট্টগ্রামেই থাকবো। স্বামী এবং শ্বশুর বাড়ির সকলের সঙ্গে এবারের পূজোর আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তিতান চৌধুরী – আপনাকে ও সকল পাঠকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ