ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদপত্রে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সোমবার ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থদের ব্যানারে সকাল সাড়ে ১০ টায় ভোলা প্রেসক্লাব চত্তরে এ মানবন্ধন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভোলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাবেন, বিডিএস আহ্বায়ক মামুন, সাইফুল ইসলাম, শরীফ, কাজী মহিবুল্লাহ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়ে, বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করে ফ্রান্স সরকারের নিকট লিখিত পত্র প্রেরণ, ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশের মানুষকে বর্জনের জোর দাবি জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















