২০০১ সালে পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া পূর্ণিমা শীলকে আপন করে নিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। পূর্ণিমাকে তারানার ‘পার্সোনাল অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড করা পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তারানা হালিম।
স্ট্যাটাসে তারানা বলেন, মনে পড়ে সেই পূর্ণিমাকে। ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যা, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার ‘পার্সোনাল অফিসার’ হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি।
তিনি আরো লিখেছেন, জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম… শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।’

























