নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার যে ঘটনা ঘটেছে তা সেলিনা হায়াৎ আইভী বনাম হকারদের বলে দাবি করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমাকে ফোন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনাস্থলে যেতে বলেন, তাই আমি সেখানে গিয়েছি। আমি না গেলে গতকাল সেখানে অনেকের অস্তিত্ব থাকতো না। আমি যাওয়ার পর সেখানে কোনও ঘটনা ঘটেনি। একটা ইটও পড়েনি।’ বুধবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই হকারদের পুনর্বাসন করতে বলেছেন আগে। তারপর উচ্ছেদ করতে বলেছেন।’ এরপর তিনি প্রশ্ন রাখেন, ‘তাদের পুনর্বাসন না করে কেন উচ্ছেদ করা হচ্ছে?’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আমি এখানে গরিব মানুষের জন্য রাজনীতি করি। মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য রাজনীতি করে যাবো।’

























