বাস্তব অভিজ্ঞতা
ইতু সোম
আমার সাথে একমত কিনা সবাই
একটি কথায়,
পৃথিবীতে সবচেয়ে
মানুষ চেনা দায় ।
ভালোবেসে যাকে করবে
বিশ্বাস আর ভরসা,
সে ই তোমাকে করবে অাঘাত
একদিন সহসা ।
ভালোবেসে হয়তো যাকে
সবকিছুই করবে উজার,
ঘৃনাই পাবে তার কাছ থেকে
শেষে উপহার ।
নিজের থেকেও তুমি যাকে
ভেবে নিবে আপন,
ধ্বংস করে ছাড়বে সে একদিন
তোমার সুন্দর জীবন ।
ভালোবাসার নামে যারা
করে শুধু ছলনা,
অাসলে তারা ভালোবাসার মূল্যই
দিতে জানে না ।
ভালোবাসার আর এক নাম
শুধুই বেদনা,
মিথ্যে মানুষের জন্য কেউ
কভু কেদোঁনা ।
যার মাঝে খৃুঁজে পেতে
তোমার সকল সুখ,
সে ই হয়তো একদিন তোমার
দেখতে চাইবেনা মুখ ।
কারো জন্য নিজের জীবন
নষ্ট করো না,
নিজেকে তোমরা কভু
তুচ্ছ ভেবো না।
উপকার করলেও যারা তা
মনে রাখে না,
ভেবে নেবে তারা তোমাকে
ভালোবাসে না ।।
যার কাছে তুমি মানুষ হিসেবে
শুধুই নগণ্য,
জীবন তো থাকবেনা থেমে
কখনো তার জন্য ।
সত্যিকারের বন্ধুত্ব বা ভালোবাসা
কোনদিনও শেষ হয় না,
ভুল ত্রুটি থাকলেও মাঝে
মনে তা রয় না ।
শত আঘাত সহ্য করেও
যে তোমার কাছে আসে,
বুঝে নেবে সে তোমাকে
সত্যিই ভালোবাসে ।
ভালোবাসার মাঝে থাকে যেমন
রাগ অনুরাগ,
আবার ভালোবাসার হয়না তেমন
কখনো কোন ভাগ ।
মানুষ একা থাকতে পারেনা
তার সঙ্গী প্রয়োজন,
সবার জীবনে থাকুক একজন
সঠিক প্রিয়জন ।
নিজেই আমরা নিজের আপন
নিজেকেই ভালোবাসবো,
নিজেকে অন্ততঃ ভালো রাখার জন্য
সুন্দর এই ভুবনে বাঁচার মত বাঁচবো ।।
বিজনেস বাংলাদেশ /বিএইচ


























