রাজধানীর মালিবাগে রমজান পরিবহনের ধাক্কায় মোছা. রুনা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুনা আক্তার মাদারীপুরের বাচ্চু মিয়ার স্ত্রী। বর্তমান পশ্চিম রামপুরার থাকতো সে।
জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে মালিবাগের রাস্তা পারাপারের সময় পেছন থেকে রমজানের পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রামপুরা থানার এসআই লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়েছেন। বাসটি আটক রয়েছে বলেও জানা গেছে।

























