০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

‌‘চা বাগানের হিরো’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • 95

মডেল ও অভিনেতা নিরব।

অনুপম কথাচিত্রের ব্যানারে চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করছেন আলোচিত মডেল ও অভিনেতা নিরব। বর্তমান ব্যস্ততা ও ‘ছায়াবৃক্ষ’ নিয়ে কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে মুঠোফোনে বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে কথা বলেছেন নিবর। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

আগেই শুনেছি চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’। সিনেমায় নিরবের চরিত্রটি কেমন?

নিরব: এই সিনেমায় নিরব একজন চা বাগানের শ্রমিক। শ্রমিকদের ন্যায্য মজুরীসহ বিভিন্ন দাবী নিয়ে মালিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একজন শ্রমিক নেতা হয়ে ওঠা, চা বাগানের হিরোও বলতে পারেন। এতো চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি।

আব্বাসের পর এমনি একটি চরিত্র কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে?
নিরব: অবশ্যই চ্যালেঞ্জিং। এই সিনেমায় একেবারে এজন সাদামাঠা মানুষ যে কি না জীবিকার তাগিদে যুদ্ধ করে যাচ্ছে। চরিত্রটি আব্বাসের একেবারে বিপরীত, তবে দর্শক এই সিনেমায় নতুন এক নিরবকে দেখতে পাবে।

এই সিনেমায় অপুর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে শুনি, কো-আর্টিষ্ট হিসেবে অপু কেমন?
নিরব: অপু বিশ্বাস অবশ্যই একজন গুনী এবং জনপ্রিয় নায়িকা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো, তিনি খুবই হেল্পফুল। ১১ বছর আগে ‘মন যেখানে হৃদয় সেখানে’ নামে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলাম । ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ‘ছায়াবৃক্ষ’ আমাদের দ্বিতীয় চলচ্চিত্র।

ইতোমধ্যে সিনেমার একটি স্টিল চিত্র ভাইরাল হয়েছে, ছবিটি নিয়ে ব্যপক আলোচনা, অনুভুতি কেমন?

নিরব: শুনেছি আমার আর অপু বিশ্বাসের স্টিলচিত্র ভাইরাল হয়েছে। শুনে আমারো ভালো লাগছে। হয়তো ছবিটিকে ডিফরেন্ট কিছু পেয়েছে যে কারণে ভাইরাল হয়েছে।

‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাহীনি কার লিখা?

নিরব: সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।

অপু ছাড়া এ সিনেমার আর কে কে অভিনয় করছেন
নিরব: অপু, আমি ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু সহ আরো অনেকে।

ক্যাসিনোর খবর কি?

নিরব: ক্যাসিনোর কাজ শেষ। করোনার কারণে মুক্তি পেতে বিলম্ব।

নতুন আর কোন খবর আছে?
নিরব: না এই মুহূর্তে আর কোন খবর নেই। না- না আরেকটা খবর আছে, শুটিং করতে এখানে এসে বন্য হাতির ভয়ে আছি। দিনে শুটিং, রাতে ভয়ে কেউ ঘর থেকে বেরই হয়না। শুনেছি এর আগে ১০/১২জনকে হাতিতে মেরে ফেলেছে তাই আতঙ্ক নিয়ে কাজ করে যাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

‌‘চা বাগানের হিরো’

প্রকাশিত : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০

অনুপম কথাচিত্রের ব্যানারে চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করছেন আলোচিত মডেল ও অভিনেতা নিরব। বর্তমান ব্যস্ততা ও ‘ছায়াবৃক্ষ’ নিয়ে কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে মুঠোফোনে বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে কথা বলেছেন নিবর। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়

আগেই শুনেছি চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’। সিনেমায় নিরবের চরিত্রটি কেমন?

নিরব: এই সিনেমায় নিরব একজন চা বাগানের শ্রমিক। শ্রমিকদের ন্যায্য মজুরীসহ বিভিন্ন দাবী নিয়ে মালিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একজন শ্রমিক নেতা হয়ে ওঠা, চা বাগানের হিরোও বলতে পারেন। এতো চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি।

আব্বাসের পর এমনি একটি চরিত্র কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে?
নিরব: অবশ্যই চ্যালেঞ্জিং। এই সিনেমায় একেবারে এজন সাদামাঠা মানুষ যে কি না জীবিকার তাগিদে যুদ্ধ করে যাচ্ছে। চরিত্রটি আব্বাসের একেবারে বিপরীত, তবে দর্শক এই সিনেমায় নতুন এক নিরবকে দেখতে পাবে।

এই সিনেমায় অপুর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে শুনি, কো-আর্টিষ্ট হিসেবে অপু কেমন?
নিরব: অপু বিশ্বাস অবশ্যই একজন গুনী এবং জনপ্রিয় নায়িকা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো, তিনি খুবই হেল্পফুল। ১১ বছর আগে ‘মন যেখানে হৃদয় সেখানে’ নামে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলাম । ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ‘ছায়াবৃক্ষ’ আমাদের দ্বিতীয় চলচ্চিত্র।

ইতোমধ্যে সিনেমার একটি স্টিল চিত্র ভাইরাল হয়েছে, ছবিটি নিয়ে ব্যপক আলোচনা, অনুভুতি কেমন?

নিরব: শুনেছি আমার আর অপু বিশ্বাসের স্টিলচিত্র ভাইরাল হয়েছে। শুনে আমারো ভালো লাগছে। হয়তো ছবিটিকে ডিফরেন্ট কিছু পেয়েছে যে কারণে ভাইরাল হয়েছে।

‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাহীনি কার লিখা?

নিরব: সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।

অপু ছাড়া এ সিনেমার আর কে কে অভিনয় করছেন
নিরব: অপু, আমি ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু সহ আরো অনেকে।

ক্যাসিনোর খবর কি?

নিরব: ক্যাসিনোর কাজ শেষ। করোনার কারণে মুক্তি পেতে বিলম্ব।

নতুন আর কোন খবর আছে?
নিরব: না এই মুহূর্তে আর কোন খবর নেই। না- না আরেকটা খবর আছে, শুটিং করতে এখানে এসে বন্য হাতির ভয়ে আছি। দিনে শুটিং, রাতে ভয়ে কেউ ঘর থেকে বেরই হয়না। শুনেছি এর আগে ১০/১২জনকে হাতিতে মেরে ফেলেছে তাই আতঙ্ক নিয়ে কাজ করে যাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ