নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন আহত হন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পাশার বড়বাড়ি এলাকার আঞ্জু মিয়া (৪৮) ও পার্শ্ববর্তী মদন উপজেলার সুতিয়া গ্রামের আব্দুল মোতালেব মিয়ার ছেলে আলামিন মিয়া (৩২)।
আহতরা হলেন, কিশোরগঞ্জের তেরাভাঙ্গা গ্রামের কামাল উদ্দিন, কেন্দুয়া উপজেলার দিগদাইর গ্রামের রুকন উদ্দিন ও নয়াপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের নাদিরা আক্তার।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে আদমপুর এলাকায় নেত্রকোনা থেকে সিলেটগামী একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঞ্জু ও আলামিন অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গেলে বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী।
তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার আগেই পালিয়ে গেছে।




















