সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হন। রবিবার এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সৌদি আরবের বেলজুরিশি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী একটি কেয়ারিং কোম্পানির শ্রমিক।
জানা গেছে, ছুটির দিনে তারা পাহাড়ের রাস্তা ধরে ঘুরতে বেড়িয়েছিলেন।
নিহত তিন বাংলাদেশি হলেন, মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফ উল ইসলাম আবু বাশার। অপর ছয়জনের মধ্যে পাঁচজন মিসর এবং একজন ভারতের নাগরিক। নিহত বাংলাদেশিদের ঠিকানা জানা যায়নি।
আল আহা প্রদেশের আমির প্রিন্স ড. হোসাইন বিন সৌদ বিন আব্দুল আজিজ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

























