ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালু করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। সোমবার থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করা হয়। প্রথম দিকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দু’টি করে ফ্লাইট চালানো হবে।
বিমানসংস্থাটি তাদের প্রেস ব্রিফিংয়ে জানায়, প্রতিদিন সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে ফ্লাইটটি। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ফ্লাইট।
আর দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে ৪টা ১০ মিনিটে সৈয়দপুর পৌঁছাবে। সেখান থেকে সকাল সাড়ে ৪টায় ছেড়ে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২ হাজার ৬৯৯ টাকা এবং রির্টান ৫ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, বর্তমানে সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন নভোএয়ারের তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট চলাচল করছে। এরসাথে সোমবার থেকে যুক্ত হচ্ছে রিজেন্ট এয়ারওয়েজের আরো দু’টি করে ফ্লাইট। ফলে সৈয়দপুর বিমানবন্দর দিনে নয়টি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
দেশের বিমানবন্দরগুলোর মধ্যে সৈয়দপুরে সর্বাধিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। দিন দিন ব্যস্ততা বাড়ায় সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং ব্যবস্থা (রাত্রীকালীন উড্ডয়ন ও অবতরণ) চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।




















