রাজধানী থেকে বিআরবি, প্যারাডাইস ও ইস্টার্ন ক্যাবলসহ ৭টি কোম্পানির প্রায় ৫ কোটি টাকা মূল্যের নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দ করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর লালবাগ থানাধীন নবাবপুররে এ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে প্রতারকরা সবাই পালিয়ে যায়। যে কারণে কাউকে গ্রেফতার করা যায়নি।

























