০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বাগেরহাটে বাঘ পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেঙ্গল টাইগার (বাঘ) একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তিকে আক্রমণ করে। এসময় এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লোকালয়ের নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) কর্মীরা নিহত বাঘটি উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে গুলিশাখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ ফুট লম্বা বাঘটির মরদেহ জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যান।

বাঘের মরদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার বলেন, ভোর রাতে ক্ষুধার্থ এই বাঘিনী খাবারের সন্ধ্যানে লোকালেয়ে ঢুকে কয়েক জনকে আক্রমণ করে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫), ছরোয়ার হোসেন দলালের মাসুম দলাল (৩০) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে গুরুতর জখম মাসুম দলালকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে জানান, এলাকাবাসী বাঘটি পিটিয়ে হত্যা করেছে। একজন ভ্যাটেনারি ডাক্তার এসে মৃত বাঘটির ময়না তদন্তের পর এটি মাটির নিচে পুতে ফেলা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বাগেরহাটে বাঘ পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেঙ্গল টাইগার (বাঘ) একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তিকে আক্রমণ করে। এসময় এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লোকালয়ের নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) কর্মীরা নিহত বাঘটি উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে গুলিশাখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ ফুট লম্বা বাঘটির মরদেহ জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যান।

বাঘের মরদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার বলেন, ভোর রাতে ক্ষুধার্থ এই বাঘিনী খাবারের সন্ধ্যানে লোকালেয়ে ঢুকে কয়েক জনকে আক্রমণ করে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫), ছরোয়ার হোসেন দলালের মাসুম দলাল (৩০) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে গুরুতর জখম মাসুম দলালকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে জানান, এলাকাবাসী বাঘটি পিটিয়ে হত্যা করেছে। একজন ভ্যাটেনারি ডাক্তার এসে মৃত বাঘটির ময়না তদন্তের পর এটি মাটির নিচে পুতে ফেলা হবে।