০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অমূল্য সম্পদ

শিকড় গড়া গাছগুলোর, একটু খেয়াল রেখো।

ফুলে-ফলে ছেঁয়ে গেলে, প্রাণ ভরে দেখো।

ফুলের নিও মলিন সুভাস, ফলের নিও পুষ্টি।

গাছ লাগিয়ে তৈরি করো, মনরম পরিবেশ সৃষ্টি।

বাংলাকে যদি চির সবুজের রূপে দেখতে চাও,

প্রতিবছর একটি করে গাছ লাগিয়ে যাও।

অকারণে গাছ কেটে পরিবেশ করো না নষ্ট।

জীবন্ত গাছের পাতা ছিড়ে, দিওনা তাকে কষ্ট।

গাছ আমাদের পরম বন্ধু, উপকারী মহাজন।

তাইতো আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন।

বিজনেস বাংলাদেশ/এসএম

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

অমূল্য সম্পদ

প্রকাশিত : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

শিকড় গড়া গাছগুলোর, একটু খেয়াল রেখো।

ফুলে-ফলে ছেঁয়ে গেলে, প্রাণ ভরে দেখো।

ফুলের নিও মলিন সুভাস, ফলের নিও পুষ্টি।

গাছ লাগিয়ে তৈরি করো, মনরম পরিবেশ সৃষ্টি।

বাংলাকে যদি চির সবুজের রূপে দেখতে চাও,

প্রতিবছর একটি করে গাছ লাগিয়ে যাও।

অকারণে গাছ কেটে পরিবেশ করো না নষ্ট।

জীবন্ত গাছের পাতা ছিড়ে, দিওনা তাকে কষ্ট।

গাছ আমাদের পরম বন্ধু, উপকারী মহাজন।

তাইতো আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন।

বিজনেস বাংলাদেশ/এসএম