১৯৯৫ সালের ব্যবসাসফল ছবি ‘কুলি নম্বর ওয়ান’ এর রিমেক হয়েছে বলিউডে। ট্রেলার প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন সারা আলী খান ও বরুন ধাওয়ান। মূল ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। এ ছবিতে মূল দুটি চরিত্রে আছেন বরুন ও সারা। এটি বরুন-সারা জুটির প্রথম ছবি।
কেউ কেউ ট্রেলার দেখে প্রশংসা করছেন। তবে অনেকের অভিমত বরুণ এবং সারা, দুজনেই পাল্লা দিয়ে ছবিতে অতি অভিনয় করে গেছেন। কেউ কেউ বলিউড বয়কটেরও ঘোষণা দিয়েছেন। এ নিয়ে ট্রলও হচ্ছে প্রচুর।
‘কুলি নম্বর ওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। এটি ডেভিডের ৪৫ তম ছবি। ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, শহিল ভেইদ, জনি লিভার। আগামী ২৫ ডিসেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার