০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

মা-ই আমার বাবা

একটি খনে জিজ্ঞাসিলাম সহপাঠী রে,
কাকে বাসিস ভালো?
বললো সে,বাবা যে তার
জগৎ ঘরের আলো।
নিত্য নতুন বায়নার ছলে
দেয় নতুন জামা,
মায়ের পিটুনি থেকে-আগলে রাখে
সুপার হিরো বাবা।
পুরো পৃথিবী বাবা যে তার
নিখুঁত বর্ণনা।
চলার পথে উপদেশ আর-
সাফল্যের প্রেরণা।
বললাম আমি ওরে সখী
আমার কথা শোন,
বাবা আমার বড়ই নিঠুর
দিয়েছে জ্বালাতন।
ছেলে বেলাতে-দায়িত্ব এড়িয়ে
চলে গেছে আমার বাবা,
গড়েছে সংসার অন্যরে নিয়ে
মাকে করেছে একা।
স্বর্গ-সুখ ত্যাগ করে মা
আমায় রেখেছে বুকে,
মা আর আমি ছোট্ট সংসার
আছি বড়ই সুখে।
আমার মা সবার সেরা
শ্রেষ্ঠ শিক্ষিকা।
দুঃখ-সুখের বন্ধু আমার
মিষ্টি -রাগী মা।
আঠারোটি বছর রেখেছে আমায়
তারই বাহু ডোরে।
আদরে-শাষণে করেছে বড়
অভাব দেয়নি বুঝতে।
বাবার আসনে বসিয়েছি তাই
মমতাময়ী মাকে।
পিতৃ আমার ব্যাঙচিত্র
ঘৃণা করি তাকে।
আমায় নিয়ে কাটিয়েছে জীবন
আমার অভাগী মা,
মা যে আমার পুরো পৃথিবী
মা-ই আমার বাবা।

বিজনেস বাংলাদেশ/আকাশ

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

মা-ই আমার বাবা

প্রকাশিত : ০৫:৪১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

একটি খনে জিজ্ঞাসিলাম সহপাঠী রে,
কাকে বাসিস ভালো?
বললো সে,বাবা যে তার
জগৎ ঘরের আলো।
নিত্য নতুন বায়নার ছলে
দেয় নতুন জামা,
মায়ের পিটুনি থেকে-আগলে রাখে
সুপার হিরো বাবা।
পুরো পৃথিবী বাবা যে তার
নিখুঁত বর্ণনা।
চলার পথে উপদেশ আর-
সাফল্যের প্রেরণা।
বললাম আমি ওরে সখী
আমার কথা শোন,
বাবা আমার বড়ই নিঠুর
দিয়েছে জ্বালাতন।
ছেলে বেলাতে-দায়িত্ব এড়িয়ে
চলে গেছে আমার বাবা,
গড়েছে সংসার অন্যরে নিয়ে
মাকে করেছে একা।
স্বর্গ-সুখ ত্যাগ করে মা
আমায় রেখেছে বুকে,
মা আর আমি ছোট্ট সংসার
আছি বড়ই সুখে।
আমার মা সবার সেরা
শ্রেষ্ঠ শিক্ষিকা।
দুঃখ-সুখের বন্ধু আমার
মিষ্টি -রাগী মা।
আঠারোটি বছর রেখেছে আমায়
তারই বাহু ডোরে।
আদরে-শাষণে করেছে বড়
অভাব দেয়নি বুঝতে।
বাবার আসনে বসিয়েছি তাই
মমতাময়ী মাকে।
পিতৃ আমার ব্যাঙচিত্র
ঘৃণা করি তাকে।
আমায় নিয়ে কাটিয়েছে জীবন
আমার অভাগী মা,
মা যে আমার পুরো পৃথিবী
মা-ই আমার বাবা।

বিজনেস বাংলাদেশ/আকাশ