১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সর্বোচ্চ ছাড়ে চিকিৎসাসেবার সুযোগ চলচ্চিত্র শিল্পীদের

চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড়ও দেবে হাসপাতালটি।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দিয়েছেন।

রবিবার বিএফডিসিতে এ বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই চুক্তি সম্পাদিত হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, “চলচ্চিত্র শিল্পীরা আজ থেকে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন তারা।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস প্রমুখ।

চুক্তি প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমরা প্রায় শুনি শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তারা অর্থের অভাবে ভুগছেন। একজন শিল্পীর জন্য এটা অপমানের বলে আমি মনে করি। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে : জেলা প্রশাসক

সর্বোচ্চ ছাড়ে চিকিৎসাসেবার সুযোগ চলচ্চিত্র শিল্পীদের

প্রকাশিত : ০১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড়ও দেবে হাসপাতালটি।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দিয়েছেন।

রবিবার বিএফডিসিতে এ বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই চুক্তি সম্পাদিত হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, “চলচ্চিত্র শিল্পীরা আজ থেকে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন তারা।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস প্রমুখ।

চুক্তি প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমরা প্রায় শুনি শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তারা অর্থের অভাবে ভুগছেন। একজন শিল্পীর জন্য এটা অপমানের বলে আমি মনে করি। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার