০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ধর্ষিতার মিনতি

আমার আকাশে সর্বদাই থাকে অন্ধকার,
আমি ধর্ষিতা বলে-লাঞ্চনায় হয়েছি একাকার।
আমাকে হাসতে বারণ, জন সমাজে চলে বারণ
কেন হলাম ধর্ষিত আজ-কেউ খোঁজে না তার কারণ।
তোমাদের ভদ্র সমাজে ধর্ষিতাদের- বাঁচার উপায় নাই,
বিনা দোষে-দোষ দিওনা, বাঁচতে আমি চাই।
স্ব-ইচ্ছাতে আপন দেহ করিনি তো বিক্রয়,
তবুও এই ভদ্র সমাজ বেশ্যা নামে ডাকছে আমায়।

চিৎকার করে কাঁদতে পারি না, দেখাতে পারি না মুখ।
ব্যাথায় ভরা দেহ আমার, জীবন ভরা দুখ।
হীন চোখে দেখে লোকে,বলে কটু কথা।
ঘরের কোণে একলা কাটে,মনে লাগে ব্যাথা।
ধর্ষকেরা বুক ফুলিয়ে থাকছে দেখো, এই সমাজের তরে।
বিনা দোষে ধর্ষিতা আজ অবাঞ্চনায় মরে।
অবহেলা-অসম্মানে থাকছি আমি, এই সমাজে।
আমার কি আর ইচ্ছে হয়না, বাঁচার মতো বেঁচে থাকতে?

চিৎকার করে কাঁদতে চাই, কাঁদতে আমায় দাও।
বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচতে আমায় দাও।
সমাজে আমার অধিকার থেকে করো না বঞ্চিত।
মনে রেখো আমি, ইচ্ছাতে নই অনিচ্ছায় ধর্ষিত।
এক মুঠো রোদ্দুর দিয়ে আমার অন্ধকার ঘুচাও।
আমায় নিয়ে উপহাস না করে, ধর্ষকদের শাস্তি দাও।
লালসার স্বীকার হয়ে, ধর্ষিত আজ আমি।
দোষী নই, অসভ্য নই- জানে অন্তর্যামী।

ইজ্জত আমার বিলীন তবু, বাঁচতে আমি চাই।
সমাজের তরে এনে দাও আমার-সামাজিক পরিচয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ধর্ষিতার মিনতি

প্রকাশিত : ০৬:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

আমার আকাশে সর্বদাই থাকে অন্ধকার,
আমি ধর্ষিতা বলে-লাঞ্চনায় হয়েছি একাকার।
আমাকে হাসতে বারণ, জন সমাজে চলে বারণ
কেন হলাম ধর্ষিত আজ-কেউ খোঁজে না তার কারণ।
তোমাদের ভদ্র সমাজে ধর্ষিতাদের- বাঁচার উপায় নাই,
বিনা দোষে-দোষ দিওনা, বাঁচতে আমি চাই।
স্ব-ইচ্ছাতে আপন দেহ করিনি তো বিক্রয়,
তবুও এই ভদ্র সমাজ বেশ্যা নামে ডাকছে আমায়।

চিৎকার করে কাঁদতে পারি না, দেখাতে পারি না মুখ।
ব্যাথায় ভরা দেহ আমার, জীবন ভরা দুখ।
হীন চোখে দেখে লোকে,বলে কটু কথা।
ঘরের কোণে একলা কাটে,মনে লাগে ব্যাথা।
ধর্ষকেরা বুক ফুলিয়ে থাকছে দেখো, এই সমাজের তরে।
বিনা দোষে ধর্ষিতা আজ অবাঞ্চনায় মরে।
অবহেলা-অসম্মানে থাকছি আমি, এই সমাজে।
আমার কি আর ইচ্ছে হয়না, বাঁচার মতো বেঁচে থাকতে?

চিৎকার করে কাঁদতে চাই, কাঁদতে আমায় দাও।
বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচতে আমায় দাও।
সমাজে আমার অধিকার থেকে করো না বঞ্চিত।
মনে রেখো আমি, ইচ্ছাতে নই অনিচ্ছায় ধর্ষিত।
এক মুঠো রোদ্দুর দিয়ে আমার অন্ধকার ঘুচাও।
আমায় নিয়ে উপহাস না করে, ধর্ষকদের শাস্তি দাও।
লালসার স্বীকার হয়ে, ধর্ষিত আজ আমি।
দোষী নই, অসভ্য নই- জানে অন্তর্যামী।

ইজ্জত আমার বিলীন তবু, বাঁচতে আমি চাই।
সমাজের তরে এনে দাও আমার-সামাজিক পরিচয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর