ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের উপর হামলা, ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন এবং শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাবির সচেতন শিক্ষার্থীরা।
ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বুধবার বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে।
বিক্ষোভকারীদের দাবি, যারা ঢাবির অভিভাবক উপাচার্যকে অপদস্থ করেছে, ছাত্রীদের উপর হামলা চালিয়েছে, ভাঙচুর করে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে তাদেরকে বহিষ্কার করতে হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছে।


























