১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

সমস্যায় ভুগছেন মেসি!

চলতি মৌসুমে লিওনেল মেসির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মাঠ এবং মাঠের বাইরে আগের সেই ক্ষুরধার মেসির দেখা মিলছে না বহুদিন ধরে। এর কারণ হিসেবে মেসি মানসিক সমস্যায় ভুগছেন বলে মনে করেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো।

মেসির পাশাপাশি বার্সেলোনার সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো নয়। অধিনায়ক হিসেবেও দলকে উজ্জীবিত রাখতে পারছেন না তিনি। আজ জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নামবেন মেসি। এ উপলক্ষে মেসির ব্যাপারে কথা বলেন জুভ কোচ পিরলো।

এ বিষয়ে পিরলো বলেন, মেসি এখন তার জীবনের এক বিশেষ মুহূর্তে আছে, তার ক্যারিয়ারের নয়। কারণ সে বার্সাতে থাকবে নাকি থাকবে না সেটা নিয়ে গত গ্রীষ্মে তার কিছু সমস্যা হয়েছিল।

তিনি আরো বলেন, ম্যাচের মাঝে মেসি সবসময় নিজের মূল্য দেখিয়েছে। হয়তো সে এখন মানসিকভাবেও বিভিন্ন সমস্যায় ভুগছে। তবে আমি এর মাঝে প্রবেশ করতে চাচ্ছি না। মেসি একজন ফেনোমেনন এবং সে এটা অনেকবারই করে দেখিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

সমস্যায় ভুগছেন মেসি!

প্রকাশিত : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

চলতি মৌসুমে লিওনেল মেসির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মাঠ এবং মাঠের বাইরে আগের সেই ক্ষুরধার মেসির দেখা মিলছে না বহুদিন ধরে। এর কারণ হিসেবে মেসি মানসিক সমস্যায় ভুগছেন বলে মনে করেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো।

মেসির পাশাপাশি বার্সেলোনার সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো নয়। অধিনায়ক হিসেবেও দলকে উজ্জীবিত রাখতে পারছেন না তিনি। আজ জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নামবেন মেসি। এ উপলক্ষে মেসির ব্যাপারে কথা বলেন জুভ কোচ পিরলো।

এ বিষয়ে পিরলো বলেন, মেসি এখন তার জীবনের এক বিশেষ মুহূর্তে আছে, তার ক্যারিয়ারের নয়। কারণ সে বার্সাতে থাকবে নাকি থাকবে না সেটা নিয়ে গত গ্রীষ্মে তার কিছু সমস্যা হয়েছিল।

তিনি আরো বলেন, ম্যাচের মাঝে মেসি সবসময় নিজের মূল্য দেখিয়েছে। হয়তো সে এখন মানসিকভাবেও বিভিন্ন সমস্যায় ভুগছে। তবে আমি এর মাঝে প্রবেশ করতে চাচ্ছি না। মেসি একজন ফেনোমেনন এবং সে এটা অনেকবারই করে দেখিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার