১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নবীন শিক্ষার্থীদের ক্লাশ রুটিন দিল জবি ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ‘ক্লাস রুটিন’ বিতরণ করেছে।

 

বুধবার দুপুর সাড়ে বারোটায় ফিনান্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ নামাঙ্কিত ক্লাস রুটিন বিতরণের মাধ্যমে এর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

 

এসময় উপাচার্য বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর জন্মই মূলত ছাত্রদের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়ানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নব্বয়ের দশকে শাপলা চত্তরে আয়োজিত ছাত্রলীগের এক সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলেন। সেই অনুপ্রেরণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

 

এসময় জবি ছাত্রলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন,’ ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের জন্ম হয়েছিল শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের জন্য। সেই ধারাবাহিতা রক্ষা করে চলেছে বাংলাদেশ ছাত্রলীগ।’

 

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন,

‘ ‘শিক্ষার্থীদের পড়াশোনার কাজে যাতে লাগে এজন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এই সামান্য প্রচেষ্টা। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সাথে ছিল।তাদের অধিকার আদায়ে কাজ করেছে, ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিতা অব্যাহত রাখব।’

 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-রাজী মাহমুদ অনিক ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান

নবীন শিক্ষার্থীদের ক্লাশ রুটিন দিল জবি ছাত্রলীগ

প্রকাশিত : ১১:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ‘ক্লাস রুটিন’ বিতরণ করেছে।

 

বুধবার দুপুর সাড়ে বারোটায় ফিনান্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ নামাঙ্কিত ক্লাস রুটিন বিতরণের মাধ্যমে এর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

 

এসময় উপাচার্য বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর জন্মই মূলত ছাত্রদের সুবিধা-অসুবিধায় পাশে দাঁড়ানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নব্বয়ের দশকে শাপলা চত্তরে আয়োজিত ছাত্রলীগের এক সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলেন। সেই অনুপ্রেরণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

 

এসময় জবি ছাত্রলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন,’ ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের জন্ম হয়েছিল শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের জন্য। সেই ধারাবাহিতা রক্ষা করে চলেছে বাংলাদেশ ছাত্রলীগ।’

 

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন,

‘ ‘শিক্ষার্থীদের পড়াশোনার কাজে যাতে লাগে এজন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এই সামান্য প্রচেষ্টা। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সাথে ছিল।তাদের অধিকার আদায়ে কাজ করেছে, ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিতা অব্যাহত রাখব।’

 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-রাজী মাহমুদ অনিক ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।