নোয়াখালীর জেলা শহরের মাইজদী পৌর বাজার থেকে অস্ত্র ও মাদকসহ সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সেখানে আলু গুদামের ছাদ থেকে একটি পিস্তল, একটি কাটা রাইফেল, চাইনিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. তানভীর আহমেদ জানান, অস্ত্রসহ কয়েকজন যুবক অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পৌর বাজারের আলুর গুদামের ছাদে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে উদ্যত হয় যুবকরা। ডিবি পুলিশ সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশের সহযোগিতায় ম্যাগাজিন ভর্তি অস্ত্রসহ সাত যুবককে গ্রেফতার করে।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, যুবকেরা সংঘবদ্ধ হয়ে অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যুবকদের নাম-পরিচয় পরে জানানো হবে।




















