০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কাবুলে হামলায় নিহত ৪০

কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহান্তে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ।

বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা যায়। এএফপি’র খবরে বলা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের মধ্যে ২৫ জন আফগান নাগরিক বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।

শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো।

এর আগে আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল এদের বেশীর ভাগই বিদেশি নাগরিক।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কাবুলে হামলায় নিহত ৪০

প্রকাশিত : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সপ্তাহান্তে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ সংখ্যা আফগান কর্তৃপক্ষের আগের বলা সংখ্যার প্রায় দ্বিগুণ।

বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান থেকে একথা জানা যায়। এএফপি’র খবরে বলা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মজরুহ ‘ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতের মধ্যে ২৫ জন আফগান নাগরিক বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিহত বিদেশি নাগরিকদের ব্যাপারে আমরা কিছু জানি না। তিনি জানান, হামলায় ১২ আফগান নাগরিক আহত হয়েছে।

শনিবার রাতের ওই হামলায় ১৫ জন বিদেশি নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করায় এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো।

এর আগে আফগান কর্মকর্তারা এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল এদের বেশীর ভাগই বিদেশি নাগরিক।