০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সনি-মৌমিতার তোলপাড় ছবির সম্পাদনার চলছে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • 385

বছরের প্রথম দিকেই এফডিসিতে জমকালো আয়োজনে মহরতের মধ্য দিয়ে  ‘তোলপাড়’  ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে অভিনয় করেছে ঢাকাই সিনেমার নতুন জুটি সনি ও মৌমিতা।

ইতোমধ্যে ছবির দুই লটের কাজ শেষ হয়েছে। এর মধ্যে সম্পাদনার কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসে গানের শুটের মাধ্যমে তৃতীয় লট শুরু হবে। শুটিংয়ের পাশাপাশি চলবে সম্পাদনার কাজও।

ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। ছবিতে  সনি ও মৌমিতা ছাড়াও আরো অভিনয় করছেন মুনমুন, সুচরিতা, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, মাহমুদুল ইসলাম, মারুফ আকিব, চিকন আলী, রোমিও এবং শিশুশিল্পী অরিত্রাসহ অনেকেই।

চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সনি-মৌমিতার তোলপাড় ছবির সম্পাদনার চলছে

প্রকাশিত : ০৪:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮

বছরের প্রথম দিকেই এফডিসিতে জমকালো আয়োজনে মহরতের মধ্য দিয়ে  ‘তোলপাড়’  ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে অভিনয় করেছে ঢাকাই সিনেমার নতুন জুটি সনি ও মৌমিতা।

ইতোমধ্যে ছবির দুই লটের কাজ শেষ হয়েছে। এর মধ্যে সম্পাদনার কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসে গানের শুটের মাধ্যমে তৃতীয় লট শুরু হবে। শুটিংয়ের পাশাপাশি চলবে সম্পাদনার কাজও।

ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। ছবিতে  সনি ও মৌমিতা ছাড়াও আরো অভিনয় করছেন মুনমুন, সুচরিতা, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, মাহমুদুল ইসলাম, মারুফ আকিব, চিকন আলী, রোমিও এবং শিশুশিল্পী অরিত্রাসহ অনেকেই।

চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।