০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

চার পরিবর্তন নিয়ে নামছে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে আগামীকাল মাঠে নামবে ভারত। বিরাট কোহলির পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন আজিংকা রাহানে। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। এর মাঝে অভিষেক হচ্ছে দুজনের।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। এছাড়া চোটের কারণে বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। ফলে দ্বিতীয় টেস্টে এই দুই পরিবর্তন ছিল নিশ্চিত।

কোহলির জায়গায় ব্যাট করবেন হনুমা বিহারি। শামির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাজেদা। এছাড়া বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে শুভম গিলের। দেশের হয়ে এরই মধ্যে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

তৃতীয় পরিবর্তন হিসেবে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার জায়গায় সুযোগ পাচ্ছেন রিশাভ পান্ট। নিউজিল্যান্ড সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। সবশেষ পরিবর্তন হিসেবে শামির জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তারও এই ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক হবে।

বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভম গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, আজিংকা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

চার পরিবর্তন নিয়ে নামছে ভারত

প্রকাশিত : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে আগামীকাল মাঠে নামবে ভারত। বিরাট কোহলির পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন আজিংকা রাহানে। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। এর মাঝে অভিষেক হচ্ছে দুজনের।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। এছাড়া চোটের কারণে বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। ফলে দ্বিতীয় টেস্টে এই দুই পরিবর্তন ছিল নিশ্চিত।

কোহলির জায়গায় ব্যাট করবেন হনুমা বিহারি। শামির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাজেদা। এছাড়া বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে শুভম গিলের। দেশের হয়ে এরই মধ্যে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

তৃতীয় পরিবর্তন হিসেবে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার জায়গায় সুযোগ পাচ্ছেন রিশাভ পান্ট। নিউজিল্যান্ড সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। সবশেষ পরিবর্তন হিসেবে শামির জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। তারও এই ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক হবে।

বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভম গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, আজিংকা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার