দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে পদ্মায় নৌদুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্বান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।




















