ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। খাদ্যশস্য, জ্বালানিসহ ভারী যন্ত্রপাতি পরিবহনে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ত্রিপুরা। গতকাল শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে আগরতলায়ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সরকারি পর্যায়ে ত্রিপুরার মূল অনুষ্ঠানটি ছিল আসাম রাইফেলস মাঠে। সেখানে তেরঙা জাতীয় পতাকা উত্তোলন করে আধা সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল তথাগত রায়।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে পাহাড়ি প্রান্তিক রাজ্যটিতে বাংলাদেশের মধ্য দিয়ে ভারী যন্ত্রপাতি, খাদ্যশস্য, জ্বালানি আমদানিতে বিশেষ সহায়তার জন্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তথাগত রায় বলেন, ‘দুর্গম পাহাড়ি পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে মাঝেমধ্যেই ত্রিপুরাকে সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের মধ্য দিয়ে মালামাল নিয়ে আসার সুযোগ সমস্যা সমাধানে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে।’
রাজ্যপাল বলেন, ‘দেশভাগের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, দুই দেশ সেটাকেই আবার চালু করতে চাইছে। এতে দুই দেশেরই লাভ হবে।’

























