ওপার বাংলার চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। তিনি সবার কাছে সুপ্রিয়া দেবী বলেই পরিচিত। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) চলে গেলেন জীবনের মায়া ত্যাগ করে। সেদিন সন্ধ্যাতে হয়ে গেল তার শেষ কৃত্য। তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর রবীন্দ্রসদন থেকে চার কিলোমিটার দূরে কেওড়াতলা (কালীঘাট) মহাশ্মশানে সুপ্রিয়ার শেষকৃত্যানুষ্ঠান হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় পশ্চিমবঙ্গের সুপ্রিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গার্ড অব অনার জানানোর মাধ্যমে সম্পন্ন এই শেষকৃত্যে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সদস্য ও টলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ সুপ্রিয়ার ভক্ত-শুভানুধ্যায়ীরা।
শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুপ্রিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।


























