১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

করোনা আক্রান্ত গাব্রিয়েল

আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। গানার্সদের পক্ষ থেকে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে তাকে সেল্ফ-আইসোলেশনে পাঠানো হয়েছে।

এ কারণে রোববার চেলসির বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। একই কারনে ব্রাইটন ও ওয়েস্ট ব্রুমের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরবর্তী দুই ম্যাচেই তাকে মাঠে দেখা যাবে না।

এক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বৃটিশ সরকার ও প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী করোনা পজিটিভ হওয়া গাব্রিয়েলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষনিক তাকে পর্যবেক্ষনে রেখেছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। আশা করছি আগামী দুই ম্যাচ পরে সে আবারো দলে ফিরে আসবে’।

আগামী ৯ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে মুখোমুখি হবে আর্সেনাল।

লিলি থেকে সেপ্টেম্বরে ২৩ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন গাব্রিয়েল। গত ১৬ ডিসেম্বর সাউদাম্পটনের বিপক্ষে লাল কার্ড পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য তিনি মাঠে ফিরেছিলেন। গত এক সপ্তাহ যাবত সতীর্থ ডিফেন্ডার ডেভিড লুইজ ও মিডফিল্ডার উইলিয়ান খুব একটা সুস্থ বোধ করছেন না। কিন্তু সম্প্রতি তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। উভয় খেলোয়াড়ই গতকাল থেকে অনুশীলনে ফিরেছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করোনা আক্রান্ত গাব্রিয়েল

প্রকাশিত : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। গানার্সদের পক্ষ থেকে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে তাকে সেল্ফ-আইসোলেশনে পাঠানো হয়েছে।

এ কারণে রোববার চেলসির বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। একই কারনে ব্রাইটন ও ওয়েস্ট ব্রুমের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরবর্তী দুই ম্যাচেই তাকে মাঠে দেখা যাবে না।

এক বিবৃতিতে আর্সেনালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বৃটিশ সরকার ও প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী করোনা পজিটিভ হওয়া গাব্রিয়েলকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষনিক তাকে পর্যবেক্ষনে রেখেছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। আশা করছি আগামী দুই ম্যাচ পরে সে আবারো দলে ফিরে আসবে’।

আগামী ৯ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে মুখোমুখি হবে আর্সেনাল।

লিলি থেকে সেপ্টেম্বরে ২৩ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন গাব্রিয়েল। গত ১৬ ডিসেম্বর সাউদাম্পটনের বিপক্ষে লাল কার্ড পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য তিনি মাঠে ফিরেছিলেন। গত এক সপ্তাহ যাবত সতীর্থ ডিফেন্ডার ডেভিড লুইজ ও মিডফিল্ডার উইলিয়ান খুব একটা সুস্থ বোধ করছেন না। কিন্তু সম্প্রতি তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। উভয় খেলোয়াড়ই গতকাল থেকে অনুশীলনে ফিরেছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার