কানে হেডফোন লাগিয়ে রেল-লাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে মাইন হাসান (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঝাঐল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র মাইন হাসান নান্দিনা মধু গ্রামের হান্নান হোসেনের ছেলে ও পোড়াবড়ী উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, দুপুরে মাইন কানে হেডফোন দিয়ে রেল লাইনের উপর হাট ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, পুলিশ সেখানে পৌঁছার আগেই লাশ পরিবারের লোকজন নিয়ে যায়। কোন অভিযোগ না থাকায় থানায় কোন মামলা হয়নি।




















