০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বেঁচে থাকলে গান করা যাবে: ইমরান

‘গেল বছরটাতে আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, এটাই সবচেয়ে বড় নেয়ামত। যেহেতু করোনার খারাপ সময়টা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি তাই এখন সুস্থ থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরী। যতটা পারছি নিজে এবং পরিবারকে নিয়ে সেইফ থাকার চেষ্টা করছি।।’ – নতুন বছরের শুরুতে পরিকল্পনা জানাতে গিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল।

তিনি বলেন, ‘এখন সুস্থভাবে বেঁচে থাকাটাকেই গুরুত্ব দিচ্ছি বেশি করে। বেঁচে থাকলে গান তো করাই যাবে। যার জন্য নতুন বা আলাদা করে ওরকম কোনো কিছুই ভাবছি না। প্রতিটা মুহূর্তই আতঙ্কের মধ্যে কাটাচ্ছি আমরা। যতদিন না পর্যন্ত নিশ্চিতভাবে করোনার ভ্যাকসিন আসছে, ততদিন স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারছি না। এই মুহূর্তে সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনাটাই করি।

গেল বছরটাতে এত এত কাছের মানুষদের আমরা হারিয়েছি, এই বিষয়গুলো ভাবতে গেলেই কেমন করে যেন ভিতরে একটা নাড়া দিয়ে উঠে। এমন অবস্থাতে আগামীকালেরই কোনো ভরসা পাচ্ছি না। কাজ আসতেছে, করতেছি। কিন্তু ওই যে আগের মত উচ্ছ্বাস বা উদ্দীপনা নিয়ে যে কাজ করা সেইটা মন থেকে পাচ্ছি না। সারাক্ষণ মনের ভিতরে একটা ভয় কাজ করে। কোথাও বের হওয়া, মন খুলে একটু আড্ডা দেওয়া, বন্ধু-বান্ধবদের সাথে হ্যাং আউট করা; এগুলা হয়ে উঠছে না।’

গেল বছরের প্রাপ্তি জানাতে গিয়ে ইমরান বলেন, ‘সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আমার জন্য বেশ আনন্দের। এরকম একটা বছরের মধ্যেও শ্রোতাদের ভালোবাসার জেরে এই সম্মাননাগুলো পেয়েছি। এটা অবশ্যই প্রাপ্তি বলবো। অডিও, নাটক, সিনেমা তিন মাধ্যমেই অনেকগুলো গান প্রকাশ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ কাজেই অনেক অনেক ভালো সাড়া পেয়েছি। গানগুলো শ্রোতাদের মুখে মুখে শুনতে পেয়েছি। এখানেই কিন্তু একজন শিল্পীর স্বার্থকতা। এরকম একটা খারাপ সময়ের মধ্যেও আমার কাজগুলো থেকে বেশ ভালো সাড়া পেয়েছি ঠিকই কিন্তু মনের মধ্যে আতঙ্কটা সারাক্ষণ বাসা বেঁধে রেখেছে।’

নতুন বছরে গান নিয়ে এই গায়ক বলেন, ‘৫ তারিখে আনিসার সঙ্গে নতুন একটা গান প্রকাশ পাচ্ছে। ‘যদি একদিন’ শিরোনামের এই গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে একদমই ভিন্নভাবে। এখানে গ্ল্যামার ওয়াইজ কাজ করা হয়েছে। দর্শকরা এখানে নতুন কিছু দেখতে পাবে। আর গানের রাজা’র ক্ষুদে শিল্পী শফিকুল, পনি ও লরা; এদের কিছু গান আসবে। এছাড়া নতুন নতুন আরও বেশকিছু গানও আসবে। ভালোবাসা দিবসকে ঘিরে কিছু রোমান্টিক গান থাকবে। আর সিনেমার গান তো থাকছেই। সবকিছু মিলিয়ে কাজ কাজের গতিতে চলছে। তারপরও মনের যে শান্তির ব্যাপারটা সেটা এখনও পাচ্ছি না।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বেঁচে থাকলে গান করা যাবে: ইমরান

প্রকাশিত : ০৭:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

‘গেল বছরটাতে আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, এটাই সবচেয়ে বড় নেয়ামত। যেহেতু করোনার খারাপ সময়টা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি তাই এখন সুস্থ থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরী। যতটা পারছি নিজে এবং পরিবারকে নিয়ে সেইফ থাকার চেষ্টা করছি।।’ – নতুন বছরের শুরুতে পরিকল্পনা জানাতে গিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল।

তিনি বলেন, ‘এখন সুস্থভাবে বেঁচে থাকাটাকেই গুরুত্ব দিচ্ছি বেশি করে। বেঁচে থাকলে গান তো করাই যাবে। যার জন্য নতুন বা আলাদা করে ওরকম কোনো কিছুই ভাবছি না। প্রতিটা মুহূর্তই আতঙ্কের মধ্যে কাটাচ্ছি আমরা। যতদিন না পর্যন্ত নিশ্চিতভাবে করোনার ভ্যাকসিন আসছে, ততদিন স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারছি না। এই মুহূর্তে সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনাটাই করি।

গেল বছরটাতে এত এত কাছের মানুষদের আমরা হারিয়েছি, এই বিষয়গুলো ভাবতে গেলেই কেমন করে যেন ভিতরে একটা নাড়া দিয়ে উঠে। এমন অবস্থাতে আগামীকালেরই কোনো ভরসা পাচ্ছি না। কাজ আসতেছে, করতেছি। কিন্তু ওই যে আগের মত উচ্ছ্বাস বা উদ্দীপনা নিয়ে যে কাজ করা সেইটা মন থেকে পাচ্ছি না। সারাক্ষণ মনের ভিতরে একটা ভয় কাজ করে। কোথাও বের হওয়া, মন খুলে একটু আড্ডা দেওয়া, বন্ধু-বান্ধবদের সাথে হ্যাং আউট করা; এগুলা হয়ে উঠছে না।’

গেল বছরের প্রাপ্তি জানাতে গিয়ে ইমরান বলেন, ‘সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আমার জন্য বেশ আনন্দের। এরকম একটা বছরের মধ্যেও শ্রোতাদের ভালোবাসার জেরে এই সম্মাননাগুলো পেয়েছি। এটা অবশ্যই প্রাপ্তি বলবো। অডিও, নাটক, সিনেমা তিন মাধ্যমেই অনেকগুলো গান প্রকাশ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ কাজেই অনেক অনেক ভালো সাড়া পেয়েছি। গানগুলো শ্রোতাদের মুখে মুখে শুনতে পেয়েছি। এখানেই কিন্তু একজন শিল্পীর স্বার্থকতা। এরকম একটা খারাপ সময়ের মধ্যেও আমার কাজগুলো থেকে বেশ ভালো সাড়া পেয়েছি ঠিকই কিন্তু মনের মধ্যে আতঙ্কটা সারাক্ষণ বাসা বেঁধে রেখেছে।’

নতুন বছরে গান নিয়ে এই গায়ক বলেন, ‘৫ তারিখে আনিসার সঙ্গে নতুন একটা গান প্রকাশ পাচ্ছে। ‘যদি একদিন’ শিরোনামের এই গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে একদমই ভিন্নভাবে। এখানে গ্ল্যামার ওয়াইজ কাজ করা হয়েছে। দর্শকরা এখানে নতুন কিছু দেখতে পাবে। আর গানের রাজা’র ক্ষুদে শিল্পী শফিকুল, পনি ও লরা; এদের কিছু গান আসবে। এছাড়া নতুন নতুন আরও বেশকিছু গানও আসবে। ভালোবাসা দিবসকে ঘিরে কিছু রোমান্টিক গান থাকবে। আর সিনেমার গান তো থাকছেই। সবকিছু মিলিয়ে কাজ কাজের গতিতে চলছে। তারপরও মনের যে শান্তির ব্যাপারটা সেটা এখনও পাচ্ছি না।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার