০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বেল্লাল (৪৫)। এ ঘটনায় আরো তিনজন আহত হন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল মাগুরার নওশের আলীর ছেলে। তিনি খুলনায় ব্যবসা করতেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক জানান, সকালে আট্টাকি এলাকায় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বেল্লাল (৪৫)। এ ঘটনায় আরো তিনজন আহত হন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল মাগুরার নওশের আলীর ছেলে। তিনি খুলনায় ব্যবসা করতেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক জানান, সকালে আট্টাকি এলাকায় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।